জেলার সাটুরিয়ায় বিয়েতে বাধা দেয়ায় স্ত্রী পিটিয়ে জখম করেছে। এ ঘটনায় স্বামী কে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর আহত স্ত্রী রাশেদা বেগম সাটুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান নিশ্চিত করেছেন।
সোমবার (২৬ মার্চ) রাতে ঘটনাটি ঘটেছে সাটুরিয়ার দিঘুলিয়া গ্রামে। এলাকাবাসী জানায়, রাশেদা বেগম প্রায় পনের বছর আগে তার বিয়ে হয় ময়নাল হোসেনের সাথে। তাদের সংসারে একটি ছেলে আছে।
রাশেদার স্বামী ময়নাল হোসেন বর্তমানে মালেশিয়া প্রবাসী। স্বামীর সাথে বিবাধে জড়িয়ে রাশেদা তার স্বামী ভিটায় থাকেন না। বছর দুয়েক আগে দিঘলিয়ার আঃ রহমানের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে বিয়ে কওে আশুলিয়ার বাইপেল গিয়ে তার বিয়ে করেন।
রহমান তার স্ত্রী নিকট থাকা গচ্ছিত ৫ লাখ টাকা হতিয়ে নেয় চম্পট দেয়। সোমবার (২৬) মার্চ রাশেদা খবর পান আঃ রহমান বিয়ে করতে যাচ্ছে দিঘলিয়ার সায়েদুরের মেয়ে লাকী আক্তারকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এ খবর পেয়ে রাশেদা সোমবার সন্ধায় রহমানের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে রহমান ও তার ভাই বাবুল ও হবু শশুড় সায়েদুল রাশেদাকে বেদম মারধর করেন। পরে স্থানীয়রা আহত রাশেদা কে উদ্ধার কওে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, এ ঘটনায় রাশেদা বেগমের পক্ষ থেকে একটি মামলা করা হলে স্বামী রহমান কে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে। অপর আসামিদের আটকের জন্য অভিযান পরিচালনা করা হবে।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ২৭ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন: