মানিকগঞ্জ
প্রতিনিধি: ২৭ মার্চ.
প্রতিনিধি: ২৭ মার্চ.
মানিকগঞ্জ
পৌর এলাকায় হেলোবাইক চাপায় এক স্কুল ছাত্র
নিহত ও বাস দুর্ঘটনায়
এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।
পৌর এলাকায় হেলোবাইক চাপায় এক স্কুল ছাত্র
নিহত ও বাস দুর্ঘটনায়
এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।
মঙ্গলবার
দুপুরে সিংগাইর–হেমায়েতপুর সড়ক ও মানিকগঞ্জ শহরে
এ দুর্ঘটনা ঘটে।
দুপুরে সিংগাইর–হেমায়েতপুর সড়ক ও মানিকগঞ্জ শহরে
এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা
হলেন, সিংগাইর উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এসএম কদ্দুসুর রহমান ও শহরের পশ্চিম
দাশড়া এলাকার বাসিন্দা ওমর ফারুকের ছেলে স্কুল ছাত্র শোয়েব হোসেন(৫)।
হলেন, সিংগাইর উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এসএম কদ্দুসুর রহমান ও শহরের পশ্চিম
দাশড়া এলাকার বাসিন্দা ওমর ফারুকের ছেলে স্কুল ছাত্র শোয়েব হোসেন(৫)।
পুলিশ
প্রত্যক্ষদর্শীরা
জানায়, দুপুরে
মোটরসাইকেলযোগে অফিসে আসার সময় সিংগাইর– হেমায়েতপুর সড়কের কিটিংচর এলাকায় কৃষি কর্মকর্তা কুদ্দুসুর রহমানকে অজ্ঞাত এক গাড়ি চাপা
দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কর্মকর্তা সিংগাইর
উপজেলার খাসের চর গ্রামের কেরামত
আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা
জানায়, দুপুরে
মোটরসাইকেলযোগে অফিসে আসার সময় সিংগাইর– হেমায়েতপুর সড়কের কিটিংচর এলাকায় কৃষি কর্মকর্তা কুদ্দুসুর রহমানকে অজ্ঞাত এক গাড়ি চাপা
দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কর্মকর্তা সিংগাইর
উপজেলার খাসের চর গ্রামের কেরামত
আলীর পুত্র।
অপর
দুর্ঘটনাটি ঘটে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায়। হ্যালোবাইক চাপায় নিহত হয় শোয়েব হোসেন
নামে ৫ বছরের এক
শিশু। সে স্থানীয় তিতুমীর
একাডেমীর প্লে গ্রুপের
ছাত্র।
দুর্ঘটনাটি ঘটে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায়। হ্যালোবাইক চাপায় নিহত হয় শোয়েব হোসেন
নামে ৫ বছরের এক
শিশু। সে স্থানীয় তিতুমীর
একাডেমীর প্লে গ্রুপের
ছাত্র।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ২৭ মার্চ/ ২০১৮।
হা.ফ/ ২৭ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন: