প্রেমের টানে মানিকগঞ্জে বন্ধুর কোপে স্কুল ছাত্র খুন, আটক এক

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৮ মার্চ.

বাড়ী থেকে ডেকে নিয়ে মানিকগঞ্জ পৌরএলাকার পৌলী গ্রামের রাকিব হোসেন (১৭) নামের দশম শ্রেণীর এক ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জনি নামে এক যুবক কে আটক করেছে পুলিশ। এলাকাবাসীর দাবী করছেন প্রেম ঘটিত কারনেই এ খুন।

নিহত ওই ছাত্র পুরান পৌলী গ্রামের খলিলুর রহমানের পুত্র। সে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণীর ছাত্র ছিল।

বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্বজনরা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে রাকিবকে তার বন্ধু স্থানীয় কান্দা পৌলী গ্রামের মোন্নাফ মোল্লার ছেলে মিঠু ও তার কয়েকজন সহযোগী পৌলী স্কুল মাঠের পাশে একটি ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।

পরে  রাকিবের চিৎকাবে এলাকাবাসী দ্রুত আহত রাকিবকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেক্যিাল কলেজে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে রাকিব মারা যায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা রকিবুজ্জামান বলেন,  বন্ধুদের সাথে অভ্যন্তরীন কোন্দলের কারনে রাকিব কে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। বুধবার মিঠুর সহযোগী জনি নামে এক যুবক কে আটক করা হয়েছে। তাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার মূল হোতাকের দ্রুত আটক করে করা গেলের হত্যার মূল কারন জানা যাবে।

তবে এলাকাবাসী জানিয়েছেন  রাকিব  ও মিঠু এক মেয়েকে প্রছন্দ করত।  প্রেম ঘটিত কারনে মিঠু তার সহযোগীরা মিলে রাকিব কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন:

বিয়েতে বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম,স্বামী গ্রেফতার

আরো পড়ুুন