পড়ালেখার কোন বিকল্প নেই সাটুরিয়ায় রিফাত রহমান শামীম

সাটুরিয়া প্রতিনিধি, ২৭ জানুয়ারী:

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেছেন, জীবনকে সুন্দ করে গড়ে তুলার জন্য পড়ালেখার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের প্রধান কাজই হচ্ছে পড়াশুনা করা। জীবন গড়ার সময়ই হচ্ছে ছাত্র জীবন। ছাত্র জীবনে ফাঁকি দিলে সারা জীবনের জন্য পিছিয়ে যেতে হবে।

তিনি জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশনের ১০৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটো।

এসময় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাশার। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আব্দুল হকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান মিঞা, তারাসিমা এ্যাপারেলস লিমিটেডের জেনারেল ম্যানেজার শাওন দেবনাথ, রাইজং গ্রুপের ডিজিএম (প্রশাসন) মো. মোশারফ হোসেন, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আব্দুর রউফ, ধানকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন মহন।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৭ জানুয়ারী ২০২০।

আরো পড়ুুন