জেলার সাটুরিয়া উপজেলায় গোপালপুর গ্রামে কুয়েত সুসাইটি ফর রিলিফ নামে একটি সংগঠন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
রবিবার দুপুর গোপালপুর গ্রামে কর্মহীন শতাধিক মানুষের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলো, ২ লিটার তেল, ১ কেজি লবন, ২ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, সেনিটাইজার ও মাস্ক বিতরণ করেন।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াদুদ বাবুর ব্যাক্তিগত উদ্যোগে সংগঠনটি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধি রবিউল ইসলাম, দিঘুলিয়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বরাইদ ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খোকন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া সহ আরও অনেকে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ মে ২০২০।