মানিকগঞ্জ পৌর এলাকার লকডাউনে বন্ধ থাকা দোকানের দেয়াল ভেঙ্গে চুরি হয়েছে। রোববার দিবাগত রাতের কোন এক সময় মানিকগঞ্জ গঙ্গাধরপট্টির থানা রোডের প্রজাপতি ফ্যাশনে এই চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক বিপ্লব মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, লকডাউনের কারনে সরকারী নির্দেশ মত গত ২৪ মার্চ থেকে দোকান বন্ধ ছিল। সোমবার সকালে ঘর ঝাড়ামোছা করার জন্য দোকান খুললে চুরির বিষয়টি নজরে আসে। দোকানের পশ্চিম পাশের ইটের দেয়াল ভেঙ্গে চোর ঘরে ঢোকে। প্যান্ট, শার্ট, মহিলা ও শিশুদের বিভিন্ন ধরণের আনুমানিক সাত থেকে আট লাখ টাকার পোশাক চুরি হয়েছে।
আরও পড়ুন: গোপালপুরে শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মানিকগঞ্জ সদর থানার এসআই তারেক পারভেজ বলেন, ইতিমদ্যে ঘটনাট স্থল পরিদর্শন করেছি। আমরা চেষ্টা করব চুরি হওয়া পোশাক উদ্ধার ও চোরকে আইনের আওতায় নিয়ে আসতে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৪ মে ২০২০।