অ্যাডভোকেট রফিকুলের সাটুরিয়ায় লিফলেট বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ১৪ ফেব্রুয়ারী: মানিকগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম বৃহস্পতিবার সাটুরিয়া হাটে লিফলেট বিতরণ করেছেন। তিনি দুপুর ২ টার দিকে জেলার অন্যতম প্রধান সাটুরিয়ার হাটের বিভিন্ন স্থানে সর্বস্তরের জনসাধারণের মাঝে কয়েক হাজার তার নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

আসন্ন উপজেলা নির্বাচন ২০১৯ এর তিনি ভাইস চেয়ারম্যন হিসেবে বিভিন্ন ইউনিয়নে নির্বচনী আগাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি এই কর্মসূচি গ্রহণ করেন।

অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম সাটুরিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতির হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের নির্বাচিত জিএস ছিলেন। বর্তমানে তিনি মানিকগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। 

অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম বলেন, সাটুরিয়ার হাটটি জেলার অন্যতম প্রধান হাট। এখানে সাটুরিয়ার ৯টি ইউনিয়নসহ আশে- পাশের উপজেলা থেকে মানুষ আসে। তাই বৃহস্পতিবার কয়েক হাজার নির্বাচনী লিফলেট বিতরণ করি। নির্বচনী জয়ী হতে পারলে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের পরামর্শে সাটুরিয়ার মরুব্বীদের সাথে নিয়ে বিভিন্ন উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখব।

লিফলেট বিতরণের সময় স্থানীয় ছাত্র- যুবলীগসহ শতাধিক তার সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৪ ফেব্রুয়ারী ২০১৯।
আরও পড়ুন:

মানিকগঞ্জে ৩ ভাটার মালিককে ৪ লাখ টাকার জরিমানা

আরো পড়ুুন