সাটুরিয়া প্রতিনিধি, ১৮ ফেব্রুয়ারী: সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের ভাটারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সোমবার অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৪ টায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পরুস্কার বিতরণী অণুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, সাটুরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন, ভাটারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সোলায়মান হোসেন, স্থানীয় সমাজবেক মো. মেসবাহ উদ্দিন, ইউপি সদস্য মো. ইসমাইল হোসেনসহ আরও অনেকে।
৩৮ বিষয়ে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করে এবং ১১৪ জন বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ ফেব্রুয়ারী ২০১৯।