সিংগাইর প্রতিনিধি, ২০ ফেব্রুয়ারী: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পরিমাপে কারচুপির অভিযোগে ইটভাটার মালিককে ৪ লক্ষ জরিমানা করেছে।
বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
এসময় প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা এবং পরিমাপে কারচুপির অভিযোগে একই মালিকানাধীন মেসার্স এবিসি ব্রিকস এর ১,২,৩,৪ টি ভাটায় অভিযান চালিয়ে প্রত্যেক ভাটার জন্য ১ লাখ করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা ও আদায় করে।
অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এসময় তাকে সহযোগীতা করেন মানিকগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ ফেব্রুয়ারী ২০১৯।