রোহিঙ্গাদের জন্যও নিরাপদ একটা আবাসভূমি জরুরী

একটি কু-চিন্তার খসড়া!!!
ইহুদীদের নিরাপদ আবাসভূমির জন্য ইসরাইল
নামক রাষ্ট্র গড়ে তোলা হয়েছিল। এই রাষ্ট্রের আঁতুর ঘড়ের কারিগর ছিল
আমেরিকা, বৃটেন,ফ্রান্স,রাশিয়াসহ বিগব্রাদারদের সবাই।

রোহিঙ্গাদের
জন্যও নিরাপদ একটা আবাসভূমি জরুরী। তাদের আঁতুর ঘড়ের আয়োজন সম্ভবত শুরু
হয়েছে। আপাত বিরুদ্ধপক্ষ মনে হলেও বিগব্রাদাররা একসময় ঠিকমতই রোহিঙ্গাদের
পাশে দাঁড়াবে।

বিগব্রাদার চিন,ভারত,রাশিয়া, আমেরিকা মিলে তিন পার্বত্য
জেলা এবং আরাকান নিয়ে রোহিঙ্গাল্যাণ্ড নামে রোহিঙ্গাদের নিজস্ব আবাসভূমি গড়ে
দিলে দিতেও পারে, অসম্ভব কিছু না (নইলে এ অঞ্চলের সব বিগব্রাদার একপক্ষে কেন?) ।

ইসরাইল নামের রাষ্ট্র সবাই মিলে বানালেও পালক পিতা হিসেবে তার দেখভাল করছে
যেমন আমেরিকা, ঠিক তেমনি ভাবে রোহিঙ্গা ল্যাণ্ডের পালক পিতার দায়িত্ব
থাকবে ভারতের। কারণ ভৌগলিক কারণে ভারতই সবকিছু সামলাতে পারবে ভাল ভাবে। তবে
বাস্তবতার জন্য আরও কঠিন কিছু হিসাব মেলানো জরুরী।


অলস মস্তিষ্কের কু
চিন্তা টেবিলে দিয়ে দিলাম, কাটছাঁট,যোগবিয়োক করে মিলিয়ে দেখতে পারেন আর
পারেন এই চিন্তাকে উদ্ভট মনে করে ডাস্টবিনে ফেলে দিতে। ফেলে দিন,কিন্তু
একপশলা চিন্তা করে ফেলে দিন।

ছবি ও লেখা সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।

মানিকগঞ্জ২৪/ ৯ সেপ্টেম্বর/ ২০১৭।

আরো পড়ুুন