মানিকগঞ্জ২৪ প্রতিনিধি:
ঢাকা–আরিচা মহাসড়কের মানিকগঞ্জের
শিবালয়ে বিআরটির ধাক্কায় প্রাইভেটকার পাশের খালে পড়ে
সুলতান শেখ নামের প্রাইভেটকার
চালক নিহত হয়েছে।
আহত হয়েছে প্রাইভেটকারে থাকা অপর ২জন
যাত্রী।
ঢাকা–আরিচা মহাসড়কের মানিকগঞ্জের
শিবালয়ে বিআরটির ধাক্কায় প্রাইভেটকার পাশের খালে পড়ে
সুলতান শেখ নামের প্রাইভেটকার
চালক নিহত হয়েছে।
আহত হয়েছে প্রাইভেটকারে থাকা অপর ২জন
যাত্রী।
শনিবার সকাল ৮টার
দিকে উপজেলার শিবালয়ের মুশুরিয়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে।
দিকে উপজেলার শিবালয়ের মুশুরিয়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে।
নিহত চালক সুলতান শেখ
ফরিদপুর সদর উপজেলার কৈজুরি
এলাকার আবু শেখের ছেলে।
ফরিদপুর সদর উপজেলার কৈজুরি
এলাকার আবু শেখের ছেলে।
বরংগাইল
হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন
উদ দৌলা বিষয়টি কে নিশ্চিত করে জানান, ঢাকাগামী প্রাইভেকারকে পেছন দিক থেকে
ঢাকাগামী অপর বিআরটিসি একটি
বাস সজরে ধাক্কা দেয়। এতে
প্রাইভেটকারটি পাশের খালে ছিটকে পড়ে যায়।
হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন
উদ দৌলা বিষয়টি কে নিশ্চিত করে জানান, ঢাকাগামী প্রাইভেকারকে পেছন দিক থেকে
ঢাকাগামী অপর বিআরটিসি একটি
বাস সজরে ধাক্কা দেয়। এতে
প্রাইভেটকারটি পাশের খালে ছিটকে পড়ে যায়।
এসময় প্রাইভেটকারের ভিতর থাকা দুই
যাত্রী বের হতে পারলেও
চালক আটকে ভিতরেই মারা
যায়। পুলিশ
আহতদের উদ্ধার করে উথুলী
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
যাত্রী বের হতে পারলেও
চালক আটকে ভিতরেই মারা
যায়। পুলিশ
আহতদের উদ্ধার করে উথুলী
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
অন্যদিকে
প্রাইভেটকার থেকে নিহত চালকের
লাশ উদ্ধার করে বরংগাইল
হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে।
বিআরটিসিবাসটি আটক করলেও চালককে আটক
করতে পারেনি পুলিশ ।
প্রাইভেটকার থেকে নিহত চালকের
লাশ উদ্ধার করে বরংগাইল
হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে।
বিআরটিসিবাসটি আটক করলেও চালককে আটক
করতে পারেনি পুলিশ ।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ৯ সেপ্টেম্বর/ ২০১৭।
হা.ফ/ ৯ সেপ্টেম্বর/ ২০১৭।