আমাদের ছবি তুলেন দেখি



খেলা থামিয়ে দৌড়ে এসে বললো,
“এই যে! কী করেন? আমাদের ছবি তুলেন দেখি, তুলছেন? দেখানতো। 
হি! হি!,ভাল হয় নাই, আপনি পঁচা।” 
বলে আবার দৌড়ে চলে গেল দুরন্ত শৈশব। কোন পাপ নেই,হিংসা নেই।
যেন শুভ্র,পবিত্র একদল দেবদূত।


লেখা ও ছবি সাংবাদিক সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া ।


মানিকগঞ্জ২৪/ ১৪ জুলাই ২০১৮।
আরও ছবি দেখুন:জলেরে সূর্য ডেকে বলে – শোনো ওগো নদী

আরো পড়ুুন