মানিকগঞ্জ প্রতিনিধি, ১৬ জুলাই: মানিকগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি ও মানিকগঞ্জ পৌরসভার বিএনপি মনোনীত পৌর মেয়র প্রার্থী নাসির উদ্দিন আহাম্মেদ যাদুকে আটক করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তাকে জেলা শহরের সেওতা বাসভবন থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়ার বিষয়টি তার ছোট ভাই জিয়া উদ্দিন আহাম্মেদ কবীর তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর থানা থেকে এস আই ফারুকের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে যায়। পুলিশ সুপার তাকে দেখা করতে বলেছে বলে তারা তাকে নিয়ে যায়।
তার আরও বলেন নাসির উদ্দিন আহাম্মেদ যাদু দীর্ঘদিন ধরে অসুস্থ। নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও তাকে আটক করেছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান বলেন, নাশকতার মামলায় তাকে আটক দেখানো হয়েছে।
নাসির উদ্দিন আহাম্মেদ যাদু টানা তিন বার মানিকগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি বিএনপি’র মনোনয়ন পেয়ে তিনি পরপর দুই বার মেয়র পদে প্রতিদন্ধীতা করেন। এর আগে তিনি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ জুলাই ২০১৮।
আরও পড়ুন: