মানিকগঞ্জে গ্রামীণফোনের নেটওয়ার্ক ৩ ঘন্টা বন্ধ ছিল

হাসান ফয়জী. ৯ এপ্রিল. মানিকগঞ্জে হঠাৎ করে  প্রায় ৩ ঘন্টা গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বন্ধ ছিল। সোমবার সন্ধা ৭ টা থেকে হঠাৎ করে কোন প্রকার পূর্ব ঘোষনা ছাড়াই দেশের জনপ্রিয় গ্রামীণ ফোন কম্পানির নেটওয়ার্ক বন্ধ থাকায় লক্ষ লক্ষ গ্রাহক ব্রিভান্তে পড়ে যায়। তবে কি কারনে বন্ধ ছিল তা সোমবার রাত ১১ টা পর্যন্ত জানা যায় নি।

মানিকগঞ্জে প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি  ও প্রভাষক সাইফুদ্দিন আহম্মেদ নান্নু বলেন, মানিকগঞ্জ সদর, ঘিওর, সাটুরিয়াসহ প্রায় জেলার সকল স্থানে সোমবার সন্ধা ৭ টা থেকে নেটওয়ার্ক চলে যায়। পরে রাত ১০ টার দিকে নেটওয়ার্ক স্বাভাবিক হয়।

 এদিকে মানিকগঞ্জ সদররের পাশা- পাশি সাটুরিয়ায় নেটওয়ার্ক ছিল না। এ উপজেলাতে গ্রামীণফোনের নেটওয়ার্ক না থাকায় বিভিন্ন ধরনের আলোচনা ছিল সন্ধা থেকে রাত পযন্ত। ফলে বিভিন্ন ধরেলনের ব্রিভ্রন্তি কর গুজব ছড়িয়ে পড়ে।

 সাটুরিয়া বাজারের মটরসাইকেলের গ্যারেজের এক কর্মচারী আরেক কাষ্টমারকে বলছিল, ভাই গোপন খবর কাউকে বলবেন না, ধামরাইতে পুলিশ, র‌্যাব অভিযান চালাচ্ছে, এজন্য নেটওয়ার্ক বন্ধ।

তাছাড়া অপর দিকে বিভিন্ন চায়ের দোকানে আলেচান ছিল, ঢাকায় চলমান কোটা প্রথা আন্দোলন নিয়ন্ত্রণে আনতে নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ সদর, সাটুরিয়া, ঘিওরসহ বিভিন্ন এলাকাতে সোমবার সন্দা ৭ টা থেকে নেটওয়ার্ক বন্ধ থাকে। পরে রাত ১০ টার দিকে স্বাভাবিক হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন মানিকগঞ্জে গ্রামীণফোনের নেটওয়ার্ক ত্রটির কারনে এ বিঘ্ন ঘটে।

মানিকগঞ্জ২৪/ ৯ এপ্রিল/ ২০১৮।

আরও পড়ুন:

কলকাতা ও ভেলোরে যেতে হবে না, সাটুরিয়ায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আরো পড়ুুন