মানিকগঞ্জ প্রতিনিধি, ১০ এপ্রিল. মানিকগঞ্জ নার্সিং কলেজের শিক্ষার্থীদের কোর্সকালীন ১১ মাসের সম্মানীর দাবীতে আন্দোলন শুরু করেছে।
কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর ১২ টা থেকে সকল ক্লাস, হসপিটাল ডিউটি বন্ধ করে ভবনের সামনে আন্দোলন শুরু করে। কলেজ কর্তৃপক্ষের কোন আশ্বাস না পেয়ে সন্ধা ৬ টার দিকে তারা হোস্টেলে ফিরে যান।
নার্সিং কলেজের শিক্ষার্থীরা জানান, তাদের কোর্সচলাকালীন প্রতিমাসে ১ম বর্ষের জন্য ১ হাজার ৭শত, ২য় ১ হাজার ৮ শত এবং ৩য় বর্ষের জন্য ১ হাজার ৯ শত সম্মানী পাবার কথা। কিন্তু আমাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারী ৩ ব্যাচের ৭৫ শিক্ষার্থীদের প্রায় ১১ মাস ধরে সম্মানী দিচ্ছে না।
আন্দোলনকারী শিক্ষার্থীরা আরো বলেন, কলেজ কর্তৃপক্ষ বার বার বলছে টাকা দিব। আরও ৬ মাসে আগে বলছে টাকা আসছে। ২ মাসের সম্মানীর জন্য আমাদের স্বাক্ষর নিয়েছে আরও ৫ মাস আগে। সম্মানী টাকা চাইলে অধ্যক্ষ এবকবার বলেন, পিন কোড ভুল হয়ছে। ভুলে ৫ লক্ষ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা একাউন্টে জমা হয়েছে। আবার কখনও নেটের সমস্যা বলে সম্মানী দিচ্ছে না। সব শেষ শনিবার টাকা দেবার কথা দিয়েও সম্মানী না দেওয়াতে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।
এ ব্যাপারে মঙ্গলবার রাতে মানিকগঞ্জ নার্সিং কলেজের অধ্যক্ষ বেলাতুন নেছা ডিপ্লোমা ইন মিডওয়াইফারী ৩ ব্যাচের ৭৫ শিক্ষার্থীদের প্রায় ১১ মাসের সম্মাণী বাকী আছে বিষয়টি স্বীকার করে বলেন, তাদের ২ মাসের টাকা চলে আসছে। আগামি ২ দিনের মধ্যে তাদের টাকা পরিশোধ করা হবে। আর এ প্রকল্পে টাকা আসলে আমি কিভাবে দিব। ৯ মাসের টাকা সারা বাংলাদেশেই বাকী আছে। যখন বাকী ৯ মাসের টাকা একাউন্টে আসবে তখনই দিয়ে দেওয়া হবে।
আমাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারী ৩ ব্যাচের ৭৫ শিক্ষার্থী বলেন ১১ মাস ধরে স্মমানী না দিলে সকল ক্লাস, ১৭ এপ্রিল পরীক্ষা, হসপিটাল ডিউটিসহ সকল কার্যক্রম থেকে আমরা বিরত থাকব।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ এপ্রিল/ ২০১৮।
আরও পড়ুন: