মানিকগঞ্জে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিল ২৫ শিক্ষার্থী

মানিকগঞ্জ প্রতিনিধি, ১১ এপ্রিল: ভুল
প্রশ্নপত্রে পরীক্ষা দিল মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের ২৫ জন অনিয়মিয়ত
এইচএসসি পরীক্ষার্থীকে। 

সোমবার ২৫ জন শিক্ষার্থীর আইসিটি
পরীক্ষা নেওয়া হয়। তাদের পরীক্ষার প্রশ্ন হওয়ার কথা ছিলো ২০১৪১৫ সালের সিলেবাস
অনুযায়ী। কিন্তু হল কর্তৃপক্ষের  অবহেলার
কারণে
২০১৬১৭ সালের নতুন
 সিলেবাস অনুয়ায়ী পরীক্ষা দিতে হয়।

মঙ্গলবার  দুপুরে
ওই শিক্ষার্থীরা এই অনিয়মের প্রতিকার
চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরারবর অভিযোগ করেন। 
অভিযোগকারী পরীক্ষার্থীরা জানান, ভুল প্রশ্নে পরীক্ষার বিষয়টি পরীক্ষার হল রুমের দায়িত্বে
থাকা শিক্ষককে জানালে তারা কোন পদক্ষেপই না নিয়ে
নতুন সিলেবাসে পরীক্ষা শেষ করতে বাধ্য করা হয়।
 
পরীক্ষা শেষে আমরা সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইদুর রহমানকে জানিয়ে কোন প্রতিকার পাওয়া যায় নি।
পরে
 বাধ্য হয়ে
জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরারবর অভিযোগ করি। 
বিষয়ে কোনো
মন্তব্য পাওয়া যায়নি সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.সাইদুর রহমানের
নিকট থেকে।

জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম বলেন, এমন অভিযোগ পেয়েছি এবং তা  ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কে পাঠানো হয়েছে। এ
ঘটনায় অবহেলার জন্য শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয়  ব্যবস্থা
নেওয়া হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১১ এপ্রিল/
২০১৮।
আরও পড়ুন:

কোর্সকালীন ভাতার দাবীতে মানিকগঞ্জ নার্সিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন

আরো পড়ুুন