গলায় মাংস আটকে মানিকগঞ্জে যুবকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি,  ২০ মে:

মানিকগঞ্জে গলায় মাংস আটকে চঞ্চল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পবিারের অভিযোগ বিনা চিকিৎসা মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ঐ যুবকের মৃত্যু হয়। নিহত চঞ্চল মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

নিহতের বোন সুমাইয়া আক্তার জানান, তার ভাই চঞ্চল ঢাকার চাকরি করেন। বুধবার সকালে ঢাকা থেকে বাড়ি আসেন তিনি। বাড়িতে এসে তাড়াহুড়ো করে ভাত ও গরুর মাংস খাওয়ার সময় গলায় এক টুকরো মাংস আটকে যায়। পরে তাকে মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে করোনা আক্রান্ত রোগী সন্দেহে তার পাশে কোন চিকিৎসক আসেননি। কিছুক্ষণ পর জরুরী বিভাগ থেকে জানানো হয় চঞ্চল মারা গেছে।

চঞ্চলের মা শিখা বেগম বলেন, হাসপাতালে আসার সাথে সাথে আমার ছেলের চিকিৎসকরা এগিয়ে আসলে হয়ত আমার ছেলে মারা যেত না। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ মাহফুজ বলেন, চঞ্চল হোসেন (২০) নামের যুবকটি হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। জরুরী বিভাগে আনার পর ইসিজি করে বিষয়টি নিশ্চিত কওে পরিবারের সদস্যদেও জানানো হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ মে ২০২০।

আরো পড়ুুন