মানিকগঞ্জ প্রতিনিধি, ২৯ অক্টোবর: জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮ এর শিক্ষা বিভাগ হতে প্রথম স্থান অধিকার করেছেন মানিকগঞ্জের শিক্ষার আলো পাঠশালা নামে একটি ব্যতিক্রমি শিক্ষা প্রতিষ্ঠান।
শনিবার সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮’ এর উদ্বোধন করা হয়েছে। এতে বাংলাদেশ থেকে আসা প্রায় দুইশ জন ইয়ং বাংলার প্রতিনিধি অংশগ্রহন করেন।
দুইদিনব্যাপী এ অনুষ্ঠানের দ্বিতীয় দিন গতকাল রবিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা বিভাগ হতে প্রথম স্থান অধিকার প্রতিষ্ঠান শিক্ষার আলো পাঠশালার পরিচালক সানি রহমান মিন্টুর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।
অনুষ্ঠানের প্রথম দিন শনিবার ৫০টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয় এবং দ্বিতীয় দিন রবিবার সেরা ৩০ প্রতিষ্ঠানকে বাছাই করে হাতে তুলে দেওয়া হয় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। এর মধ্যে সেরা ১০ প্রতিষ্ঠান সরাসরি প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের হাত থেকে এই পুরষ্কার গ্রহণ করে।
মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ অনার্স পড়াকালিন সানি রহমান মিন্টু প্রাথমিক স্তরের দরিদ্র শিশুদের ঝড়ে পরা হতে রক্ষা এবং তাদের পড়ালেখায় সর্বাত্মক সহযোগিতা করার জন্য শিক্ষার আলো পাঠশালাটি শহরের গিলন্ড নামক স্থানে গড়ে তোলেন।
বিভিন্ন প্রতিকূলতার মাঝেও সানি রহমান মিন্টু পাখির অভয়ারণ্য, বিভিন্ন স্থানে বজ্রপাত প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ,বিদ্যালয়-কলেজ গুলোতে মাদক বিরোধী সচেতনামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।
মানিকগঞ্জ২৪/ শিক্ষা/ হা.ফ/ ২৯ অক্টোবর ২০১৮।
আরও পড়ুন: