সিংগাইর কলেজে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

সিংগাইর প্রতিনিধি, ২৮ অক্টোবর: সরকারি সিংগাইর কলেজ ছাত্র সংসদ মিরু-মিঠু-ফাহিম পরিষদের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাইড বই বিতরণ করা হয়েছে।

কলেজের ছাত্র সংসদের হলরুমে রবিবার দুপরে এই বই বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিংগাইর কলেজ ছাত্র সংসদের ভিপি ফারুক হোসেন মিরু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এজিএস জাহাঙ্গীর আলম ফাহিম, সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম রঞ্জু, সাহিত্য সম্পাদক তুহিন চোকদার, সহ ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্র লীগ নেতা সিরাজুল ইসলাম, পৌর ছাত্র লীগ নেতা টিপ সুলতান সহ আরও অনেকে।

সরকারি সিংগাইর কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ৩০ জন মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে গাইড বই বিতরণ করা হয়।

সরকারি সিংগাইর কলেজ ছাত্র সংসদ মিরু-মিঠু-ফাহিম পরিষদের ভিপি ফারুক হোসেন মিরু বলেন,  মানিকগঞ্জ -২ আসনের এমপি ও ফোক সম্রাগী মমতাজ বেগমের নির্দেশনায় এই বই বিতরণসহ আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মানিকগঞ্জ২৪/ সিংগাইর/ শিক্ষা/ হা.ফ/ ২৮ অক্টোবর ২০১৮।
আরও পড়ুন:

মানিকগঞ্জে শেখ রাসেল ডিজিটাল ল্যাব শিক্ষার্থীদের উপকারে আসছে না

আরো পড়ুুন