মানিকগঞ্জ প্রতিনিধি, ২৬ জুলাই : মানিকগঞ্জের পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ ১০ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এসময় ৮০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস ইয়াবা ও গাঁজা, হেরোইনও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আটককৃত মাদক ব্যবাসায়ীদের উপস্থিত করে সংবাদ সম্মেলন করে করে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম। এসময় তিনি বলেন, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানের সময় সদর উপজেলার বেতিলা-মিতরা এলাকা থেকে একটি প্রাইভেটকার থেকে ৮০০ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক করে। এরা ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিল।
অপরদিকে সাটুরিয়া থানা পুলিশ রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করে। এছাড়া পুলিশ গাজা ও হিরোইনসহ আরো ২ জন কে আটক করেছে।
পুলিশ সুপার আরো বলেন ,১০ জন আটক মাদক ব্যাবসায়ীদের আইনি পক্রিয়া শেষে বৃহস্পতিবারই আদালতে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ জুলাই ২০১৮।
আরও পড়ন: