মানিকগঞ্জে নকল প্রসাধনী বিক্রির অভিযোগে দোকানীকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৮ মে:  মানিকগঞ্জ পৌরসভার তৃপ্তি প্লাজার বাদল বিপণীতে মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স, আমদানীকারকের স্টিকার বিহীন বিদেশী (নকল) প্রসাধনী বিক্রয় করায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক  আসাদুজ্জামান রুমেল অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় এবং নকল ও মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী জব্দ করে।

পরে তিনি মানিকগঞ্জ শহরের নয়াকান্দি বাজারে অভিযান চালিয়ে  হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ মোল্লা লবণ  বিক্রি করায় বাদশা ট্রেডার্সকে ৩ সফি ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ২ টি প্রতিষ্ঠান থেকে ৫২ কেজি  মোল্লা লবন জব্দ ও ধ্বংস করা হয়। একই সময়ে চালের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় হাসেম ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহযোগিতা করেন মানিকঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ মে ২০১৯।
আরও পড়ুন:

মানিকগঞ্জে দুস্থ্য প্রতিবন্ধীরা পেল শাড়ী ও লুঙ্গি

আরো পড়ুুন