মানিকগঞ্জে দুস্থ্য প্রতিবন্ধীরা পেল শাড়ী ও লুঙ্গি

মানিকগঞ্জ প্রতিনিধি,২৮ মে: ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মানিকগঞ্জের বিভিন্ন অঞ্চলের দুস্থ্য প্রতিবন্ধীদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছে জেলা হকার্স সমিতি।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকায় দুস্থ ব্যক্তিদের হাতে এই শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়।

মানিকগঞ্জ জেলা হকার্স সমিতির সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট মেম্বার ছামেদা ইয়াসমিন ভূঁইয়া কান্তা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সহ-সভাপতি আহমেদ সাব্বির সোহেল, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ^াস, বাংলাদেশ হকার্স ইউনিয়ন জেলা শাখার সভাপতি আব্দুল আহাদ ভূঁইয়া বাবুল, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মাইজভান্ডারী প্রমুখ।

সামাজিক দায়বদ্ধতা থেকেই হকার্স সমিতি প্রতি বছর কিছু সংখ্যক দুস্থ ব্যক্তিকে এই সহায়তা দিয়ে আসছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ মে ২০১৯।

আরো পড়ুুন