মানিকগঞ্জে যুবদলের ইফতার মাহফিল

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৯ মে:  মানিকগঞ্জ জেলা যুবদলের কার্যনির্বাহী কমিটির সভা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মানিকগঞ্জ জেলা শহরের সেওতা এলাকায় জেলা যুবদলের সভাপতি কাজী রায়হান উদ্দিন টুকুর বাসভবনে মঙ্গলবার সন্ধায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি কাজী রায়হান উদ্দিন টুকু, সাধারণ সম্পাদক কাজী মোস্তাক হোসেন দীপ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্স, জেলা যুবদলের প্রতিষ্ঠাতা আহবায়ক গোলাম মহীয়ার খান শিপার, জেলা যুবদলের সাবেক আহবায়ক অ্যাডভোকেট জামিলুর রশীদ খান, জেলা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, এস এ জিন্নাহ কবীরসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতির স্ত্রী, তিনবারের প্রধান মন্ত্রী, যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, সেই বিশ্ববরেণ্য নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে, মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটকে রেখেছেন। নারী ধর্ষণের রেকর্ড হয়েছে। দেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং স্বাধীনতার ঘোষক। মুক্তিযুদ্ধে তার ছিল অসামান্য অবদান। তিনি বেঁচে থাকলে দেশ আরো এগিয়ে যেত, উন্নত রাষ্ট্রে পরিণত হতো।

দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানসহ অগণিত নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, সকল রাজবন্দীদের মুক্তির দাবী জানান তারা।

আলোচনা সভাশেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সাবেক ও বর্তমান যুবদলের নেতা-কর্মীদের মিলন মেলায় পরিনত হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ মে ২০১৯।
আরও পড়ুন:

মানিকগঞ্জে দুস্থ্য প্রতিবন্ধীরা পেল শাড়ী ও লুঙ্গি

আরো পড়ুুন