আরিচাঘাট এলাকায় বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে

ফাইল ছবি

 মানিকগঞ্জ২৪ প্রতিনিধি : মানিকগঞ্জের
শিবালয় উপজেলার আরিচাঘাট এলাকায় বুধবার সকাল থেকে
বিপদসীমার ৫৯
সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
হচ্ছে পানিফলে
নদী তীরবর্তী বিভিন্ন স্থানে ভাঙন দেখা
দিয়েছে প্লাবিত
হচ্ছে নিম্নাঞ্চলের ফসলি জমিসহ নতুন
নতুন এলাকাঐ সব
এলাকার
মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন
তবে জেলার অন্যান্য
স্থানে নদীতে পানি বাড়লেও ফসলি জমিতে পানি প্রবেশ করেনি।                                                                                                
                                            

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল হামিদ মিয়া জানান, গত
কয়েকদিন ধরেই যমুনা নদীর আরিচা
পয়েন্টে পানি
বৃদ্ধি
অব্যাহত আছে।
 
গত কয়েকদিন যমুনায় পানি বৃদ্ধির
সঙ্গে সঙ্গে ইছামতি, কালিগঙ্গা,
ধলেশ্বরীতেও পানি বাড়ছে। এতে
দৌলতপুর  উপজেলার
চরকাটারী, বাঁচামারা, বাঘুটিয়া, জিয়নপুর  এলাকা
প্লাবিত হচ্ছে। 

সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ বসির উদ্দিন ঠান্ডু জানান, এ উপজেলার তিল্লি, বরাইদ ও দিঘুলিয়া ইউনিয়নের উপর
দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদী এলাকায়
কমবেশি ভাঙন দেখা
দিয়েছে

নতুন নতুন যে সব এলাকা পানিতে প্লাবিত হচ্ছে এসব দুর্গতদের
জন্য গেল সপ্তাহে সরকারিভাবে কোন
ত্রাণ সাহায্য আসেনি বলেও জানিয়েছেন
সংশ্লিষ্ট
চেয়ারম্যানগণ।

জেলার নদী তীরবর্তী এলাকায়
ভাঙ্গন ছাড়াও ফসলি জমিতে পানি প্রবেশ করায়  
শাক-সবজি সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে দফায়
দফায় দামও বৃদ্ধি পাচ্ছে। 

এ ব্যাপারে মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
উপপরিচালক মো. আলিমুজ্জামান মিয়া
জানান, পানিতে বোরোআমন
ধান, রোপার বীজতলা
শাকসবজি জমি ডুবে
গেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায় নি। 

এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা প্রশাসক মো. নাজমুস সা’দাত
সেলিম জানান, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ
এবং ত্রাণ কার্যক্রম পরিচালনায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
আমরা প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছি।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ আগস্ট/
২০১৭।

আরো পড়ুুন