মানিকগঞ্জে আওয়ামী লীগের দুই নেতাকে বহিস্কারের দাবীতে আওয়ামী লীগের বিক্ষোভ

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি ॥ মানিকগঞ্জ শ্রমিকলীগের সভাপতি ও আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কে দল থেকে বহিস্কার ও গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও  সমাবেশ করেছে জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা।

রবিবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে দলের আঞ্চলিক কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসরফিল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাকেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, শ্রম বিষয়ক সম্পাদক শাহ্ মাস্তান লিয়াকত আলী ভান্ডারী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফসার উদ্দিন সরকার,  পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের প্রাক্তন মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, জাগীর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামীম হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শ্রমীক ইউনিয়নের সহ-সভাপতি মেস্তফা কামাল, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, নাছির উদ্দিন, রুহুল ্আমিন খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইরাদ কুরাইশী ইমন, সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান অমিত, সাধারন সম্পাদক সিফাত কুরাইশী সুমন, শ্রমীক নেতা ওয়াসীম প্রমূখ।

বক্তারা অভিযোগ করে বলেন  জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু ও মানিকগঞ্জ শ্রমীকলীগের সভাপতি বাবুল সরকার মানিকগঞ্জ পরিবহন সেক্টরে দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি করে আসছেন।

সম্প্রতি জেলা প্রশাসন চাঁদাবাজি বন্ধ করে দেন। এতে এই দুই আওয়ামী লীগ নেতা সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইসরাফিল হোসেন কে জড়িয়ে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ করেন জেলা প্রশাসক বরাবর।

এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে দাবি করে চাঁদাবাজ জেলা শ্রমীকলীগের সভাপতি বাবুল সরকার ও জেলা আাওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কজী এনায়েত হোসেন টিপু সহ তার সহযোগীদের অবিলম্বে দল থেকে বহিস্কার,  গ্রেফতারের দাবী করেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মানিকঞ্জ২৪/ হা.ফ/ ২৯ অক্টোবর/ ২০১৭।
আরও পড়ুন

টানা বর্ষনে মানিকগঞ্জে আগাম শীত কালিন সবজি চাষীরা বিপাকে

আরো পড়ুুন