মানিকগঞ্জ২৪ প্রতিনিধি ॥ মানিকগঞ্জ জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার দুপুরে বিজয় মেলা মাঠের সামনের শহীদ বেদী থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের জেলা শাখার সভাপতি মশিউর আহমেদ মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহফুজুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, কমিউনিটি পুলিশিং ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক হবিবর রহমান সরকার, অধ্যক্ষ হোসনে আরা, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু প্রমূখ।
পরে বিশেষ কৃতিত্বের জন্য কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ অক্টোবর/ ২০১৭।
আরও পড়ুন: