মানিকগঞ্জ প্রতিনিধি: দেশ টিভির মানিকগঞ্জ সংবদাদাতা ও বাংলাদেশ কৃষক সমিতির মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা নেতা এম, ওবায়দুর রহমান (৪৮) নিখোঁজ হয়েছেন।
বিষয়টি বাংলাদেশ কৃষক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ও রবিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে এসে নিশ্চিত করেছেন।
নিখোঁজ সাংবাদিক ঘিওর উপজেলার কাহেতারা গ্রামের তামেজ উদ্দিনের পুত্র।
বাংলাদেশ কৃষক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দেশ টিভির মানিকঞ্জ সংবাদদাতা নিখোজের বিষয়ে লিখিত পত্রে উল্লেখ করা হয়, এম, ওবায়দুর রহমান সাংবাদিকতার পাশা- পাশি বাংলাদেশ কৃষক সমিতির ঘিওর উপজেলার নেতা ছিলেন। তিনি বাংলাদেশ কৃষক সমিতির জাতীয় সম্মেলনের জন্য ১৪ ফেব্রুয়ারী মানিকগঞ্জ বিজয় মেলার মাঠ থেকে অন্যান্য নেতা কর্মীদের সাথে শুভযাত্রা বাসে খুলনা যান। সম্মেলন শেষে ১৫ ফেব্রুয়ারী ঐ বাসেই খুলনা থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে যশোর মনিহার সিনেমা হলের নিকট প্রেট্টো পাম্পে রাত ১১ টায় যাত্র বিরতি দেন। যাত্রা বিরতির পর থেকেই সাংবাদিক এম, ওবায়দুর রহমান নিখোঁজ হন। এর পর ১০ দিন ধরে নিখোজ থাকলেও আর তাকে খুজে পাওয়া যায়নি।
নিখোজ সাংবাদিকের স্ত্রী সখিনা সুলতানা রানু বলেন, তার স্বামীর মোবাইল (০১৯১৩৯৬৪৫৭২) ফোনে ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত কথার পর থেকেই তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তিনি নিওরোলিজি রোগে ভোগছিলেন।
মানিকগঞ্জ২৪/ ঘিওর/ হা.ফ/ ২৫ ফেব্রুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন: