মানিকগঞ্জে সাংবাদিক কালাম বিশ্বাসের স্বরণে শোক সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিনিয়র সাংবাদিক আবুল কালাম বিশ্বাসের  আকাল মৃত্যুতে শোক সভা ও দোয়ার মাহফিল রবিবার দুপুরে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য মানিকগঞ্জের সিনিয়র সাংবাদিক আবুল কালাম বিশ্বাস (৪৩) দীর্ঘদিন ধরে ডাইবেটিস, কিডনি রোগে ভুগছিলেন। জাতীয় বক্ষব্যাধি হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ ফেব্রুয়ারী সকাল ১০ টায় মৃত্যুবরণ করেন।

তার অকাল মৃত্যুতে তার প্রিয় সংগঠন মানিকগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি ৩ দিনের শোক কর্মসূচি হাতে নেয়।

মানিকগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির যৌথ আয়জনে শোক সভা ও দোয়ার মাহফিলে তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, এতে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম ছারুয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক সমিতির মানিকগঞ্জ শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক শাজাহান বিশ্বাস, কালের কণ্ঠের প্রতিনিধি সাব্বিরুল ইসলাম সাবু, যুগান্ত প্রতিনিধি মতিউর রহমান, যমুনা টিভির ষ্টাফ রিপোটার বি,এম খোরশেদ, প্রথম আলোর প্রতিনিধি  আব্দুল মমিনসহ আরও অনেকে।

শোকসভায় তার স্ত্রী, ২ কণ্যা ও ১ পুত্র সন্তানদের পাশে থাকার সবাই আহবান জানান বক্তারা।

সাংবাদিক আবুল কালাম বিশ্বাস বাংলাভিশন টিভির প্রতিষ্ঠাতা মানিকগঞ্জ প্রতিনিধি, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন  কাজ করেছেন।  সবশেষে দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

সাংবাদিক আবুল কালাম বিশ্বাসের শোক সভা ও দোয়ার মাহফিলে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের প্রায় অর্ধ শতাধিক সাংবাদিকরা অংশ নেন।

মানিকগঞ্জ২৪/ মানিকগঞ্জ/ হা.ফ/ ২৫ ফেব্রুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন:

মানিকগঞ্জে দেশ টিভির সাংবাদিক নিখোঁজ

আরো পড়ুুন