সাটুরিয়ার আবিদুর রহমান নামে এক হাফেজ আড়াই মাস ধরে নিখোঁজ


সাটুরিয়া
প্রতিনিধি: জেলার সাটুরিয়ার জান্না গ্রামের
 
আবিদুর রহমান  নামে এক হাফেজ আড়াই মাস ধরে নিখোঁজ রয়েছে। সে তার নিজ বাড়ী থেকে  জুন মানের ১ তারিখে বিকালে বাড়ী থেকে
বাহিরে গিয়ে আর ফিরে  আসে নি।
নিখোঁজ
হাফেজ আবিদুর রহমান (১৮) সে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না গ্রামের আব্দুস
সালামের পুত্র। 
তার
মা জামিলা খাতুন মানিকগঞ্জ২৪ কে জানান, আবিদুর রহমান উপজেলার নয়াডিংগি মাদ্রাসা থেকে
হেফজ শেষ করেন। বর্তমানে তিনি সাভারের বাইপাল আলামিন মাদ্রাসার কিতাব বিভাগের বিশেষ
বিভাগে পড়াশুানা করছিল।
আবিদ
২০১৭ সনের  জুন মাসের ১ তারিখে মাদ্রাসা থেকে বাড়িতে  আসে।
পরে ঐ দিনই কাউকে কোন কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। তাকে দেড় মাস ধরে আত্বীয় বাড়িসহ
বিভিন্ন স্থানে খোঁজা খুজি করে পাওয়া যায় নি।
হাফেজ
আবিদুর রহমানের বাবা আব্দুল
 
সালাম মানিকগঞ্জ২৪
কে বলেন, পুত্র  নিখোঁজের পর থেকে তার মা প্রায়
অসুস্থ্য হয়ে পড়েছে। তাই যদি কোন লোক ছেলের সন্ধান পান তার মোবাইল নাম্বারে যোগাযোগ
করার জন্য অনুরুধ করেছেন, মোবাইল ০১৭৩৪৩৩১৯৬৯।

ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান মানিকগঞ্জ২৪ কে জানান,
হাফেজ আবিদুর রহমান নিখোঁজের বিষয়টি আমাদের জানা ছিল না। বৃস্হতিবার বিকালেই এ বিষয়ে
খোঁজ খবর নিবেন বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।

মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ১৭ আগস্ট/ ২০১৭।

আরো পড়ুুন