মানিকগঞ্জে ১২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি, ৮ জনু: মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ১২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই অভিযান চালিয়ে মোট ৩৪ গ্রাম হেরোইন, ২২০ গ্রাম গাঁজা এবং ৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে এসময়।

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। হেরোইন ও গাঁজা সেবনের দায়ে দুইজনকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদানও  করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাযায়, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে শহরের চালের বাজারের পেছনে গলির মধ্যে হেরোইন সেবনরত অবস্থায় আকরামুল (২২) নামে এক যুবককে আটক করা হয়। সে হরিরামপুর উপজেলার গোপিনাথপুর মধ্যপাড়ার আসরাম প্রামানিকের ছেলে। শুক্রবার তাকে ভ্রামম্যান আদালতে হাজির করা হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরদার আকরামুলকে দুই মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।

অপরদিকে, গাঁজা সেবনের দাযে ঘিওরের কুস্তা গ্রামের মৃত মহেশ রায়ের ছেলে উত্তম রায়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ জুন ২০১৮।
আরও পড়ুন:

সিংগাইরে মামলা দিয়ে সাংবাদিক সোহরাব কে হয়রানি

আরো পড়ুুন