মানিকগঞ্জ প্রতিনিধি, ২৯ জুলাই: মানিকগঞ্জে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে মাদক বিরোধী প্রচারণায় বিভিন্ন স্কুল কলেজের প্রায় ১০ হাজার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে এই কর্মসূচি পালন করা হয়।
এর আগে মাদকবিরোধী র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেবেন্দ্র কলেজ মাঠের শহীদ স্মৃতিস্তম্ভে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত পুলিশ সুপার মহীউদ্দিন আহমেদ, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মশিউর আহমেদ মজুমদার, সাধারণ সম্পাদক হবিবর রহমান সরকারসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
মানিকগঞ্জে২৪/ হা.ফ/ ২৯ জুলাই ২০১৮।
আরও পড়ুন: