কত মায়া, কত স্নেহ,ভালবাসা দু ভাই-বোনের

নীলক্ষেত বইমার্কেটের সামনের ফুটপাথে দু ভাইবোন।
পাশে নামানো ভিক্ষাপাত্র। তবুও কি অসাধারণ ক্ষণ।
কত মায়া, কত স্নেহ,ভালবাসা
দুজনায়। চারপাশে কে আছে, কে
গেল পরোয়া নেই। আপন মনে দুষ্টুমিতে মেতেছিল দুজন।
 
অফুরন্ত অভাবেরে পায়ে পিষে কোন শক্তিতে এরা স্বর্গ নামায় ফুটপাথে,কে জানে,সে
শক্তিরে কেবল ঈশ্বরই হয়তো জানে,আমরা জানিনা।

সবকটি ছবি দেখুন,মন ভাল হবেই।
ভিন্ন এক আনন্দ আপনাকে
ছুঁবেই। [ আজ দুপুরের ছবি
]
ছবি ও লেখা সিনিয়র
সাংবাদিক সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।

মানিকগঞ্জ২৪/ ছবিঘর/ ২৯
জুলাই ২০১৮।


আরও ছবি দেখুন:

আমাদের ছবি তুলেন দেখি

আরো পড়ুুন