মানিকগঞ্জ জেলা বিএনপির কেন্দ্রীয় নেতা বিহীন ধর্মঘট অবস্থান |
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জেলা বিএনপির কেন্দ্রীয় নেতা কর্মী বিহীন অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইচ চেয়ারম্যান তারেক রহমান সহ নেতৃবৃন্দের নামে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলার রায়ের প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করেছেন।
কিন্তু অবস্থান ধর্মঘট অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ছিনিয়র কোন নেতা কর্মীরা ছিল না। কোন রকম দায়সারা কয়েক জন নেতা কর্মী নিয়ে এ ধর্মঘট পালিত হওয়ায় খোদ বিএনপিতেই আলোচনা হচ্ছে।
সকালে দলীয় কার্যালয় ধর্মঘট অবস্থান চলাকালে গিয়ে দেখা যায়, ছাত্রদল, যুবদল ও মূলদলের কোন সিনিয়র নেতা কর্মীরাই উপস্থিত ছিলেন না। কোন রকম কয়েক জনের বক্তব্য দিয়ে, ছবি তুলে দ্রুত সটকে যান উপস্থিত নেতা কর্মীরা।
মানিকগঞ্জ জেলা বিএনপির সিনিয়র এক নেতা নাম প্রকাশে অনিচ্ছুক জানান, বিএনপি মঙ্গলবার ছবি শেষনের জন্য ধর্মঘট পালিত করেছে। তাছাড়া এ বক্তারা বিএনপির নেত্রীর মুক্তির দাবীর বদলে কিছু নেতার গুন কির্তনেই বেশী ব্যাস্ত ছিলেন। যে ব্যানারটি ছিল সেটি ছিল বির্তকিত।
কিন্তু মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন দাবী করেন, পুলিশি হয়রানি ও মামলা মোকাদ্দামার কারনে মূলত ছিনিয়র নেতা কর্মীরা ধর্মঘট অবস্থানে অংশ গ্রহণ করতে পারে নি। এ নেতা আরও বলেন তিনি নিজেও মঙ্গলবার হাইকোর্টে জমিন নিতে যাওয়ায় ধর্মঘট অবস্থানে আসতে পারে নি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মানিকগঞ্জ কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান জানান, ধর্মঘট অবস্থান খুব সার্থক হয়েছে। জেলা বিএনপির ছিনিয়র নেতাকর্মীরা উপস্থিতি কম ছিল বিষয়টি স্বীকার করে বলেন, একই সময় বিএনপির আইনজীবিদের একটি অনুষ্ঠান থাকায় মূলত এমনটি হয়েছে।
মঙ্গলবারের ধর্মঘটে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাতেন, নগর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ যাদু, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান, যুবদলের নেতা তুহিনুর রহমান তুহিন, জিয়া উদ্দিন আহম্মেদ কবির ছাড়া জেলার অন্য কোন নেতা উপস্থিত ছিলেন না।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ ফেব্রুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন: