মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ৩০ বছরের এক যুবকের করোনা রোগে আক্রান্ত হয়েছে। যুবকের বাড়ি উপজেলার ধানকোড়া ইউনিয়নের বরুন্ডি গ্রামে। তাকে নিজ বাড়িতেই আইসোলেশনে রেখেছেন উপজেলা প্রশাসন।
বিষয়টি সাটুরিয়া উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ নিশ্চিত করে বলেন, ঐ যুবকসহ তার পরিবারের ৩ দিন ধরে কোয়ারেন্টাইনে রেখেছিলাম। সে মানিকগঞ্জে একটি বরফ কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত। সে মাছ ব্যাবসায়ীদের বরফ সরবরাহ করার সময় সংস্পর্সে আক্রান্ত হতে পারে।
ডা. মো.মামুন উর রশিদ আরো বলেন, গতকাল ঐ বরফ কলের শ্রমিকের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। শুক্রবার দুপুর ১ টার দিকে রিপোর্ট আসে সে করোনা রোগে আক্রান্ত হয়েছে। তাকে আপাতত বরুন্ডি নিজ গ্রামের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ এপ্রিল ২০২০।