মানিকগঞ্জে চিকিৎসককে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি ৮ মে: মানিকগঞ্জে এক ইউনানী চিকিৎসককে এলোপ্যাথি ব্যবস্থাপত্র দেয়ার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম এই জরিমানা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিকেল বুধবার ৪ টার দিকে মানিকগঞ্জ ওয়্যারলেইস গেট এলাকায় সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সেখানে কমরত ইউনানী চিকিৎসক মোঃ শামীম হোসেনকে এলোপ্যাথিক ঔষুধের ব্যবস্থাপত্র দেয়ার অপরাধে ওই ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা জরিমানা ও সর্তক করে দেন।

এদিকে, সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ মে ২০১৯।
আরও পড়ুন:

মানিকগঞ্জে বিড়ি শ্রমিক কর্মচারীদের মানববন্ধন

আরো পড়ুুন