মানিকগঞ্জে বিড়ি শ্রমিক কর্মচারীদের মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ০৭ মে ২০১৯: বিড়ির উপর কর ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে মঙ্গলবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ বিড়ি শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদ ও বিড়ি ভোক্তা অধিকার সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধনের আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপির গ্রামের বাড়ির সামনের সড়কে মঙ্গলবার সকাল ১১ টার দিকে ঘন্টা ব্যাপি এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

পরে বক্তব্য রাখেন বিড়ি ভোক্তা অধিকার সংগঠনের সভাপতি ওয়াসীম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসনসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিড়িকে কুটিরশিল্প হিসেবে ঘোষনা দিতে হবে। প্রতিবছর বিড়ির উপর  মূল্য বৃদ্ধি করলে এ শিল্প টিকানো যাবে না। তাই প্রতিবছর বিড়ির মূল্য বৃদ্ধি করা যাবে না।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ মে ২০১৯।
আরও পড়ুন:

মাহে রমজানকে স্বাগত জানিয়ে মানিকগঞ্জে র‌্যালি

আরো পড়ুুন