মানিকগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৬ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৯ অক্টোবর:

মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ৬ ব্যাবসায়ীকে অর্থদন্ড দিয়েছে।

অভিযানে সাটুরিয়া উপজেলার গোলড়া বাজারে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে  “মেসার্স সততা ফুড প্রোডাক্টসকে” ২৫ হাজার, “মেসার্স তিন ভাই ষ্টোরকে ” ৪ হাজার, মানিকগঞ্জ সদর বাসস্ট্যান্ড কাচা বাজারে অধিক মূল্যে পেয়াজ বিক্রির দায়ে “ মেসাস আজাদ পেয়াজ ষ্টোরকে ” ২ হাজার  “মের্সাস আলী আকবর ভান্ডারকে”  ২ হাজার,  “মেসাস শাহজালাল গোস্ত ভান্ডারকে  ১ হাজার,  শহীদ রফিক সড়কে মেয়াদ উত্তীণ পণ্য ও অধিক মূল্যে চা বিক্রয়ের দায়ে  “মেসাস মায়েদা ষ্টোরকে” ২ হাজার টাকাসহ মোট ৩৬ হাজার টাকা জরিমানা আরোপ  ও আদায় করা হয়।

অভিয়ান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক  আসাদুজ্জামান রুমেল, তাকে সহযোগীতা করেন করেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক শামসুন্নবি তুলিপ এবং মানিকগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ অক্টোবর ২০১৯।

আরো পড়ুুন