বিশেষ প্রতিনিধি, ১২ আগষ্ট: সাটুরিয়া উপজেলার আবুল কাশেমের পালের ৩৪ মণ ওজনের কালাচাঁদ ষাঁড়ের দাম হাকাচ্ছেন ১৫ লক্ষ টাকা। এবার ঈদুল আযহার গরু হাটে বিক্রি করার লক্ষে লালন- পালন করা হয়েছে। কালোচাঁদ বালিয়াটী ইউনিয়নের সর্বোচ্চ ওজনের ষাঁড়। আবুল কাশেম বালিয়াটী ইউনিয়নের ১ নং ওয়ার্ড গর্জনা গ্রমের ইউপি সদস্য। এর পাশ- পাশি তিনি একজন সফল খামারি।
আবুল কাশেম এর গর্জনা বড় বাড়ীতে গিয়ে দেখা যায়, তার ঘোয়ালে কালোচাঁদ ছাড়াও আরও ৩ টি ষাঁড় রয়েছে। তবে তার যতœ আদর আপ্পায়ন সব কালোচাঁদ কে ঘিরে। সময় পেলেই নিয়মিত খাবার খাওয়ানো ছাড়াও কালোচাঁদের গায়ে সরিষার তেল মাখিয়ে দেন। অন্যান্য পশুর চাইতে তার কদর একটু বেশী। হবেই না কেন কালোচাঁদের ওজন যে এখন ১৩৬০ কেজি বা ৩৪ মণ।
সিন্দি জাতের কালো রংয়ের এ কালোচাঁদ নামের ষাড়টি চলতি কোরবানীর ঈদের হাটে বিক্রি করার জন্যে উপযুক্ত করে তোলেছেন আবুল কাশেম। এক বছর আগে নিজ গ্রাম থেকেই কিনে আনেন। এর পর থেকে তাকে দেশীয় পদ্বতিতে বড় করতে থাকেন। তার খাবার তালিকা খুবই ছোট। প্রতিদিন কাঁচা ঘাষ, খর ভূষি, আখের গুর ও চিড়া।
আবুল কাশেম বলেন, সিন্দি জাতের কালো রংয়ের হওয়ায় তার পরিববার এ ষাঁড়টির নাম দেন কালোচাঁদ। ইতিমধ্যে কালোচাঁদের ক্ষেতি ছড়িয়ে পড়েছে। তাই সকাল বিকাল দুর দূরান্ত বিভিন্ন গ্রাম থেকে মানুষ ছুটে আসছেন এক নজরে দেখা জন্য। তার ঘোয়ালে শুধু কালোচাঁদ নয় আরো ৩ টি ষাঁড় রয়েছে। তবে বিক্রি করবেন ২ টি ষাঁড়। তবে সেটি ওজনে আরো কম কিন্তু খুব সুন্দর বলে দাবী করেন। কোন ব্যক্তি কালোচাঁদ সম্পর্কে খোজখবর নিতে চাইলে তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন: মোবা- ০১৭২০২৯৪৯৬১।
সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেনারি সার্জন ডা. মো. সেলিম জাহান বলেন, চলতি বছর ঈদুল আযহা উপলক্ষে সাটুরিয়ায় বেশ কয়েকটি বেশী ওজনের ষাঁড় রয়েছে যা আসন্ন ঈদুল আযহার হাট কাপাবে। খামারী আবুল কাশেম এর কালোচাঁদ ষাঁড়টি বালিয়াটী ইউনিয়নের সবচেয়ে বেশী ওজনের। এ সিন্দি জাতের ষাঁড়টি উচ্চতা হচেছ ৫ ফুট, দৈর্ঘ ৭ ফুট ৪ ইঞ্চি, ওজন ৩৪ মণ।
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. খোরশেদ আলম বলেন, আবুল কাশেম একজন সফল খামারী। আমরা প্রতি বছর দেশীয় পদ্ধতিতে গো- মাংষ উৎপাদনের লক্ষে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। তার একটি ফষল হচ্ছে আবুল কাশেম এর কালোচাঁদ নামের ৩৪ মণ ওজনের ষাঁড়টি। তবে কালোচাঁদের ওজন নিয়মিত বাড়ছে সেক্ষেত্রে বিক্রি হওয়ার আগে ওজন আরো বাড়বে। ঈদের হাটে বা তার বাড়ী থেকে উপযুক্ত দাম পাবে বলে আমরা আশাবাদী।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ১২ আগষ্ট ২০১৮।
আরও পড়ুন:
নান্দেশ্বরীর ৪২ মণ ওজনের সম্রাট কে দেখতে ভিড়