শিবালয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরীর মৃত্যু

শিবালয় প্রতিনিধি,
১০ আগষ্ট:
 মানিকগঞ্জের শিবালয়ে
পাটুরিয়ামুখী পাজারো জিপ নিয়ন্ত্রন
হারিয়ে খাদে পড়ে আছিয়া
খাতুন (১৩) নামে এক
কিশোরীর মৃত্যু হয়েছে
শুক্রবার
সকাল টার দিকে
মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার
পথে মারা যায় আছিয়া সকাল
সাড়ে টার দিকে
শিবালয় উপজেলার মুশুরিয়া নামক এলাকায় ওই
দুর্ঘটনাটি ঘটে
আছিয়া
খাতুন খুলনার তেরোখাদা এলাকার
মোতালেব মিয়ার মেয়ে
বরংগাইল
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ
ইয়ামিন উদ দৌলা বলেন,
সকালে পাটুরিয়ামুখী একটি পাজারো জিপের
সামনের বাম পাশের চাকা
ফেটে খাদে পড়ে যায় এতে
আছিয়াসহ গাড়িতে থাকা মোট চারজন
গুরুতরভাবে আহত হয়
আহতদেরকে
উদ্ধার করে শিবালয় উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়
সেখানে প্রাথমিক চিকিৎসার পর আছিয়াকে মানিকগঞ্জ
জেলা হাসপাতালে পাঠানো হয়
পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আছিয়াকে মৃত ঘোষনা করে আহত
অপর তিন জনকে উন্নত
চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল
কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে বলে
জানান পুলিশের ঐ কর্মকর্তা।
মানিকগঞ্জ২৪/
শিবালয়/ হা.ফ/ ১০ আগষ্ট ২০১৮।
আরও পড়ুন:

নান্দেশ্বরীর ৪২ মণ ওজনের সম্রাট কে দেখতে ভিড়

আরো পড়ুুন