অন্যের জন্য আপনার সুন্দর জীবন আপনি কেন বিসর্জন দেবেন?

এস, কে এম হেদায়েত উল্লাহ: জীবনটা অনেক সুন্দর। অন্যের জন্য আপনার সুন্দর জীবন আপনি কেন বিসর্জন দেবেন? কেন অন্যের জন্য আপনার সময় নষ্ট করবেন?কেন?আপনার জীবনটা নাকের পশম নয় যে ইচ্ছে হলো আর উপড়ে ফেলে দিলেন আবার পদ্মপাতার জলও নয় যে ইচ্ছে হলেই গড়িয়ে পড়ল।অন্য একজনের জন্য কেন নিজের  জীবনকে দুর্বিষহ করে তুলবেন? কেন? আপনি যার জন্য ১০পা এগিয়েছেন সে আপনার জন্য কয়পা এগিয়ে এসেছে সেটাও লক্ষ্য করুন।

যদি দেখেন ফলাফল আশানুরূপ নয়, আবারও নতুন করে ভাবুন।ভেবে দেখুন সম্ভাবনা কতটুকু।তাকে অতিমূল্যায়ন করতে গিয়ে নিজেকে অবমূল্যায়ন করছেন কিনা তাও লক্ষ্য করুন। মনেপ্রাণে বিশ্বাস রাখুন,সৃষ্টিকর্তা যদি তাকে আপনার জন্য বানিয়ে থাকেন তবে সে আপনার, নয়তো আপনার নয়।আপনি তাকে অন্যের সাথেই কল্পনা করুন।অন্তত কিছুটা হলেও চাপমুক্ত হতে পারবেন,হতাশা থেকে দূরে থাকতে পারবেন।

স্বার্থপর হোন।হ্যাঁ,নিজের স্বার্থেই আপনাকে স্বার্থপর হতে হবে।ইথিক্স আর ইমোশনগুলো আপাতত বস্তাবন্দি করে নদীতে ছুঁড়ে ফেলুন।সে কিন্তু আপনাকে ছাড়া ভালোই আছে।বহুত খুব আছে।তবে আপনি কেন নয়?

এগিয়ে যান,সফল আপনি হবেনই ইনশা-আল্লাহ্।আমি বহুবার চেষ্টা করেও নিজের জন্যও স্বার্থপর হতে পারিনি।আমি পারিনি বলে আপনি কেন পারবেন না?
আমি অনেক কিছুই হারাতে পারি,কিন্তু হারতে পারিনা।।।।

মানিকগঞ্জ২৪/ ৭ সেপ্টেম্বর/ ২০১৭।

আরো পড়ুুন