মানিকগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে সাতার প্রতিযোগীতা অনুষ্ঠিত


মানিকগঞ্জ২৪ প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ইমামনগর গ্রামবাসীর উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে
সাতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার কৃষ্ণপুর
ইউনিয়নের কাটিগ্রামের ঐতিহ্যবাহী কোমে বিকাল ৫ টার দিকে এ সাতার প্রতিযোগীতা
অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগীতায়
কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫১ জন সাতারু অংশ গ্রহণ করে। এতে ১৭ জন করে ৩ ‍টি
গ্রুপ সাতার প্রতিযোগতীয় অংশ নেয়। ৩ গ্রুপ থেকে ১ম হওয়া ৩ জনের মধ্যে আবার প্রতিযোগীতা
হয়। এখানে চেম্পিয়ান হওয়া সাতারু কে স্মার্ট মোবাইল ও ৩ গ্রুপের ১ম, ২য় ও ৩য় হওয়া মোট
৯ জন সাতারুকে ছাতা পুরুস্কার দেওয়া হয়। 

পুরুস্কার বিতরণী
অনুষ্ঠানে কৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বিপ্লব হোসেন এর সভপতিত্বে আয়োজকদের মধ্যে
বক্তব্য রাখেন ইমামনগর গ্রামের সন্তান আব্দুস সোবহান ও বিশিষ্ট ব্যাবসায়ী রেহাজ উদ্দিন
প্রমুখ।
ঈদুল আযহার আনন্দ
ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন কাটিগ্রামের
কোমের পাশে নতুন রাস্তা নির্মাণ করে দেওয়ায় এ সাতার প্রতিযোগীতা আয়োজন করা হয় বলে জাননা আয়োজকরা।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ৬ সেপ্টেম্বর/ ২০১৭।
আরো পড়ুুন