ঘিওরে বাসচাপায় নিহত ১, আহত ২০

ঘিওর প্রতিনিধি: ১৪ মার্চ.

ঢাকা আরিচা মহসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোঁকায় নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সালাম (৪০) এক ব্যক্তি নিহত হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ বাসযাত্রী।

নিহত আব্দুস সালাম হরিরামপুর উপজলার মাচাইন গ্রামের গেন্দু বেপারির ছেলে।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে আরিচাগামী পল্লী সেবা পরিবহন বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বলেন, মহাসড়কের জোঁকা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই বাসের নিচে চাপা পড়ে একজন  নিহত হয়। আহত হয় ২০ বাসযাত্রী।  আহতদের স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হসপিটালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ২৪/ ঘিওর/ হা.ফ/ ১৪ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন:

নেপালে বিমান দূর্ঘটনায় সাটুরিয়ার পুত্র বধু শশী নিহত

আরো পড়ুুন