বুধবার সকালে তেরশ্রী কালি নারায়ন ইনষ্টিটিউট থেকে বের হয় শোকর্যালী। র্যালিটি সড়ক প্রদক্ষিন শেষে শহীদ স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়।
পরে স্মৃতিস্তম্ভের বেদিতে শহীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানান শ্রেনী ও পেশার মানুষ।
এসময় তেরশ্রী গণহত্যার ওপর বক্তব্য রাখেন সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুস সালামসহ অন্যান্যা মুক্তিযোদ্ধারা।
১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী তেরশ্রী এস্ট্রেটের সে সময়ের জমিদার সিদ্ধেশ্বর রায় প্রসাদ চৌধুরী, কলেজ অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জন স্বাধীনতাকামী মানুষকে হত্যা করে। ওই সময় তারা পুরো গ্রামের বাড়িঘর আগুনে জালিয়ে দেয়। শহীদদের স্মরণে তেরশ্রীতে একটি স্মৃতি নির্মান করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ নভেম্বর/ ২০১৭।
আরও পড়ুন: