ঘিওর প্রতিনিধি, ২৪ অক্টোবর: মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ভাতরন্ড গ্রামে কোদালের কোপে হলিম (৪০) নামে এক কৃষক খুন হয়েছে।
বুধবার সকাল ৭ টার দিকে নিজ জমির পানি সেচ দেওয়ার ড্রেন কাটা কে কেন্দ্র করে পার্শবর্তী জমির মালিকের কোদালের আঘাতে ঐ কৃষক আহত হয়।
নিহত হালিম ভাতরন্ড গ্রামের মৃত আমছের আলীর পুত্র।
বিষয়টি পয়লা ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ নিশ্চিত করে বলেন, সকালে ভাতরন্ড গ্রামে জমির সেচ পানি দেওয়ার ড্রেন কাটা কে কেন্দ্র করে ৪/৫ জন কৃষক হালিম নামে নামে কৃষক কে ঘারে বা মাথায় আঘাত করে। পরে তাকে ঘিওর উপজেলা হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
প্রাথমিক ভাবে কে হালিম কে কোদাল দিয়ে আঘাত করে হত্যা করেছে তাদের নাম পরিচয় বলতে পারেন নি এ জনপ্রতিনিধি।
ঘিওর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, এমন খবর শুনে ঘটান স্থলে ফোর্স পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ২৪/ ঘিওর/ হা.ফ/ ২৪ অক্টোবর ২০১৮।
আরও পড়ুন: