ঝগড়াঝাটি করে সতেজ থাকুন

সেজুল হোসেন:
২৬ সেপ্টেম্বর: আজ
অনেক গরম।
শরীর নেতিয়ে যাবার আগে ঝগড়াঝাটি করে সতেজ থাকুন।
 
মাঝে মাঝে ঝগড়া ঝাটি করা খারাপ না। চিৎকার চেঁচামেচি করলে শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে আর রোগ প্রতিরোধ
ক্ষমতা বাড়ে৷ আমিতো উপলক্ষ খুঁজছিলাম মনে মনে। কারো উপর চড়াও হতে পারছিলাম না। গায়ে পড়েতো আর ঝগড়া করা
যায় না৷ আজকে সুযোগ এসেছিলো৷
সিএনজি
পাম্পে ভুল করে ভিআইপি লাইনে ঢুকে গিয়েছিলাম৷ পাম্পের লোকজনতো ভিআইপি না হলে গ্যাস
দেবেই না৷ আমিতো না নিয়ে বেরুচ্ছি
না। প্রেস্টিজ ইস্যু। দেরি হচ্ছে, ভিআইপিরা গাড়ি থেকে বেরুচ্ছে৷ চিল্লাচ্ছে। আমিতো নাছোড়বান্দা৷
শেষ
পর্যন্ত
সমঝোতায়
এলাম৷
 
১০০
টাকার
গ্যাস
দিলে

মিনিট
সময়
লাগে৷
সেটা
দিক।
রাজি
হলো।
কিন্তু

পয়সারও
বেশি
দেবে
না৷
আমি
রাজি৷
কিন্তু
দিতে
গিয়ে

টাকার
বেশি
হয়ে
গেছে৷
আমি
বললাম
আরো

মিনিট
প্রেশার
দিলে
আরো
১০০
হবে।
দিয়ে
দিন
প্লিজ।
অনেক
দূর
যাবো৷
না
দেবেইনা।
আমিতো
ঝগড়ার
সুযোগ
পেলাম।
বললাম
অতিরিক্ত

টাকার
গ্যাস
ফেরত
নাও।
না
নিলে
যাচ্ছি
না৷
শুরু
হলো
ঝগড়া।

ঘুষখোর
আমলা,
এমপি,
মন্ত্রী,
অসৎ
ব্যবসায়ী,
অসৎ
সিএনজি
মালিক
যারা
গ্যাসের
নাম
করে
বাতাস
বেঁচে
হাজার
কোটি
টাকার
মালিক,
অসৎ
ফিল্ম
মেকার,
পশুর
চামড়ার
নামে
হাজার
কোটি
টাকা
ব্যাংক
থেকে
বের
করে
মানুষের
চামড়া
দিয়ে
ঢেকে
রেখেছে,
ফিল্মের
নামে
মানুষ

পশুর
চামড়াকে
একাকার
করেছে
তাকে,
দুই
নম্বর
সব
মিডিওকারের
গোষ্ঠী
উদ্ধার
করে,
পারলে
লাথি
দিয়ে
সিএনজি
স্টেশন
ভেঙে
দেই
এমন
ভঙ্গি
করে
ঘামতে
ঘামতে
বের
হয়েছি।
আমি
ভিআইপি
হলে
একজন
সহকারি
দিয়ে
ভিডিও
করাতাম
আর
ফেসবুকে
শেয়ার
দিয়ে
ওই
হাতেম
তাই
এমপির
মতো
লিখতাম,
রাতের
অন্ধকারে
আমাকে
না
জানিয়ে
কেউ
একজন
এই
বীরত্বের
ভিডিও
রেকর্ড
করেছে।
লেখাগুলি
গিতীকার, পরিচালক ও সাংবাদিক সেজুল হোসেন এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/
২৬ সেপ্টেম্বর ২০১৮।
আরও
পড়ুন:

সিংগাইরে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

আরো পড়ুুন