যুবলীগ নেতার হামলায় দৌলতপুরে ইউপি চেয়ারম্যানসহ আহত ৩, আটক ২

 

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: যুবলীগ
নেতার হামলায় মানিকগঞ্জের
দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন ও তার ২ ভাই আহত হয়েছেন।

এ ঘটনায় দুই সন্ত্রাসী কে আটক করেছে দৌলতপুর থানা
পুলিশ। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  রকিবুজ্জামান জানান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য ইকবাল হোসেন
রবিবার রাত ৮ টার দিকে জানান, বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা। গেল
নির্বাচনে তিনি দল থেকে নমিনেশন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

বাঘুটিয়া ইউনিয়ন যুবলেীগের সভাপতি আইয়ুব আলী, ও সাবেক সভাপতি সেলিম মিয়া ও মো: আমিনুর রহমান মোল্লা, শাহজাহান মাস্টারের নেতৃত্ত্বে শুক্রবার রাতে বাঘুটিয়া বাজারের খেয়া ঘাটের কাছে চেয়ারম্যানের উপর আক্রমন করে।

এতে চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন ও তার
ছোট
ভাই আবু সাঈদ মন্ডল (৪০), কাকাতো ভাই মো: সাইদুর রহমান মারাত্মককন জখম হন।

তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে যুবলীগ নেতারা
পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে শিবালয়ের
উথুলী হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার সন্ধ্যা পর্যন্ত তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায়
আছে।

এ ব্যাপারে বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ  তফাজ্জল হোসেন জানান শুক্রবার রাত ৭ টার দিকে 
শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার থেকে  নৌকাযোগে তার দুই ভাইকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যমুনা নদী পার হয়ে বাঘুটিয়া বাজারের খেয়া ঘাটে  পৌছালে যুবলীগ নেতা আইয়ুব আলী ও সেলিম তার বাহিনী নিয়ে আমাদের উপর অতকির্ত হামলা করে।

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান  রবিবার রাত সোয়া ৮ দিকে জানান, বাঘুটিয়া ইউনিয়ন চেয়ারম্যানের হামলার ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।

মামলার ২ আসামী শাহজাহান মাষ্টার ও মজনু
মিয়া কে আটক করে রবিবার আইনি প্রক্রিয়া শেষে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
বাকী আসামীদের কে আটক করার জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।

মানিকগঞ্জ২৪.কম/হে.উ/৭ই জুলাই/২০১৭

আরো পড়ুুন