শিবালয়ে বাবুল ফাউন্ডেশনের যাত্রা শুরু


মারুফ
হোসেন
:
বাবুল
ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন
রবিবার দুপুরে জেলার শিবালয়
 স্থানীয় প্রেস
ক্লাব
মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে।
বাবুল ফাউন্ডেশন উদ্বোধনী অনুষ্ঠান
উপলক্ষে এক আলোচনা সভায় শিবালয়
প্রেস ক্লাবের সভাপতি
বাবুল
আকতার
মঞ্জুর সভাপতিত্তে বক্তব্য রাখেন, প্রেস
ক্লাবের সাধান
সম্পাদক শহিদুল
ইসলাম,
সহ
সভাপতি
রফিকুল
ইসলাম,
দপ্তর
সম্পাদক বৈশাখী
টেলিভিশনের মানিকগঞ্জ জেলা
প্রতিনিধি মারুফ
হোসেনসহ প্রমুখ।

পরে বাবুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা  বাবুল আকতার মঞ্জু
 
তার
ভবিষ্যত পরিকল্পনা সবার
সামনে
তুলে
ধরতে গিয়ে বলেন, কৃতী- মেধাবী, দরিদ্র
 
সম্ভাবনায়
সামাজিক- সাংস্কৃতিক
ব্যক্তিত্ত
বিকাশ উন্নয়ন
এবং সমাজের
অবহেলীত মানুষদের সাহায়্যের জন্যাই এই সংগঠনের যাত্রা।
এসময়
তার
স্ত্রী
তাহমিনা আক্তার
রিনা
ফাউন্ডেশনের কার্য়কর্ম পরিচালনার জন্য

লক্ষ
টাকা,
তার
 
ছোট ভাই
রাবুল
হোসেন
২৫
হাজার
টাকা
এবং
নিজে

লক্ষ
টাকা
অনুদান
দেয়ার
আনুষ্ঠানিক ঘোষনা
দেন।
মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ৬ আগস্ট/ ২০১৭।
আরো পড়ুুন