মানিকগঞ্জে ৫০১ টি পূজা মন্টপ প্রস্তুত

মানিকগঞ্জ প্রতিনিধি, ১১ অক্টোবর: মানিকগঞ্জে ৫০১ টি পূজা মন্টপে দূর্গা পুজার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিমার সকল সাজ সজ্জা শেষে এখন বাহিরে রকমারি লাইট ও গেট তৈরিতে ব্যাস্ত সময় পার করছেন পূজা মন্টপ কমিটি।

মানিকগঞ্জে দুটি পৌরসভা ও ৭টি উপজেলায় ৫০১টি পূজা মন্টপে পূজা অনুষ্ঠিত হবে ।

মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অসিম কুমার বিশ্বাস বলেন, মানিকগঞ্জ সদর উপজেলায় ৭৭টি, পৌরসভায় ২৭টি, ঘিওর উপজেলায় ৬৩টি, সাটুরিয়া উপজেলায় ৬৪টি, হরিামপুর উপজেলায় ৬৩টি , শিবালয় উপজেলায় ৮৭টি, দৌলতপুর উজেলায় ৪৮টি, সিংগাইর পৌরসভায় ১১টি, সিংগাইর উপজেলায় ৬১টি পুজা মন্টপে পুজা অনুষ্টিত হবে।

জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) এএসপি আব্দুল হামিদ সিদ্দিকী বলেন, প্রতিবারের চেয়ে এবার প্রতিটি পূজামন্টপে বেশী সংখ্যক পুলিশ ও আনসার বাহীনি মোতায়েন করা হবে। জেলার পুজা মন্টপ গুলোর নিরাপত্তা জোড়দার বাড়াতে গতবারের চেয়ে ১ হাজার আনসার বাহীনির সদস্য চাওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের সংখ্যা স্বাভাবিকের চেয়ে ১’শত বেশী চাওয়া হয়েছে।  তবে পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, বরাদ্দ সাপেক্ষে মন্টপ ভেদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েত করা হবে।

জেলা ত্রান ও পুর্ণবাসন অধিদপ্তর জানায়, মানিকগঞ্জে পুজা মন্টপের সংখ্যা বাড়ায় বরাদ্দের পরিমানও বৃদ্ধি পেয়েছে। তাতে জেলার প্রায় প্রতিটি পুজা মন্টপে ৫’শ কেজি করে চাউল বরাদ্দ হওয়ার কথা রয়েছে।

জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিম কুমার বিশ্বাস বলেন, পূজা মন্টপ গুলোর প্রমিা’র সাজগোছ সম্পন্ন হয়েহেছে। এখন চলছে পূজা মন্টপ চত্তর ও এর বাইরে গেট সাজসজ্জার কাজ চলছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১১ অক্টোবর ২০১৮।
আরও পড়ুন:

মানিকগঞ্জে তারেকের ফাঁসির দাবীতে বিক্ষোভ

আরো পড়ুুন