নিজস্ব প্রতিনিধি, ১২ অক্টোবর: মানিকগঞ্জ পৌরসভায় অবস্থিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও পৌর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। অগ্নিকান্ডে দুটি বিদ্যালয়ের ১০টি শ্রেণীকক্ষসহ অফিসের সকল আসবাবপত্র, ঘরের চাল পুড়ে গেছে।
শুক্রবার বেলা পোনে ১২ টার দিকে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়লে পাশের পৌর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে আগুন ধরে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ অক্টোবর ২০১৮।
আরও পড়ুন: