মানিকগঞ্জ প্রতিনিধি, ১২ অক্টোবর: নারী নির্যাতন মামলায় ফের সাংবাদিক যোবায়ের আহমেদ যাদুকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকায় আব্দুছ ছালামের দোতালা বাসা থেকে ডিবি ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার সঙ্গে ২ জন মেয়ে ও ৩ জন ছেলেকেও আটক করে ।
বিষয়টি সদর থানার এস আই আশরাফুল ইসলাম নিশ্চিত করেছেন।
যোবায়ের আহমেদ যাদু মানিকগঞ্জের স্থানীয় দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক।
মানিকগঞ্জ সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আশরাফুল ইসলাম বলেন, যাদুর স্ত্রী বৃষ্টি আক্তারের দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনে মামলায় তাকে গ্রেফতার করা হয়। যাদু অনেকদিন যাবৎ যাদু বাড়ী থেকে পলাতক ছিল । বৃষ্টি শুক্রবার সকালে পোড়রা এলাকায় যাদু কিছু মেয়ে নিয়ে অবস্থান করছে জানতে পেরে আমাদের খবর দেয়। পরে এলাকাবাসীর সহযোগীতায় গ্রেফতার করা হয়। পরে পুলিশ আাইনি পক্রিয়া শেষে আদালতে পাঠান।
বৃষ্টি আক্তারের দায়ের করা মামলার আসামীরা হচ্ছে যোবায়ের আহমেদ যাদু, সজল, রবিন, শান্ত, নারিন ও রুপা। এর মধ্যে নারিনকে ১৮ দিন আগে যাদু বিয়ে করেছে।
যাদু বেসরকারী বাংলা টিভির “ ভালবাসার বাংলাদেশ” অনুষ্টানের পরিচালক পরিচয় দিয়ে মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিল। সে এর আগেও বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করেছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ অক্টোবর ২০১৮।
আরও পড়ুন: